google-site-verification=HlOR-ZCniyXbn_KC4fk676X6tF0kae_VCQab5EIitGY জ্বালানি তেলের দাম ৫ টাকা কমানোর সিদ্ধান্ত

Header Ads Widget

জ্বালানি তেলের দাম ৫ টাকা কমানোর সিদ্ধান্ত

ইন্টারন্যাশনাল বাজারের সাথে সমন্বয় রেখে ডিজেল-অকটেন-পেট্রোল-কেরোসিনের ভ্যালু লিটারে ৫ টাকা করে কমানোর ডিসিশন নিয়েছে সরকার।

সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জ্বালানি বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা আবরণ পোস্টকে  তথ্য শিওর করেছেন। আজ মধ্যরাত ১টা থেকেই সিদ্ধান্তটি কার্যকর হবে।

নতুন ভ্যালু অনুযায়ী, ভোক্তা অবস্থায় লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা থেকে ১০৯ টাকা, অকটেন ১৩৫ টাকা হতে ১৩০ টাকা, পেট্রোল ১৩০ টাকা থেকে ১২৫ টাকা এবং কেরোসিন ১১৪ টাকা থেকে হ্রাস পায় ১০৯ টাকায় নামছে।
এদিকে দুপুরে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ে মেজারমেন্ট যাচাই-বাছাই চলছে বলা হয় জানিয়ে দেন বিদ্যুৎ, জ্বালানি  খনিজ ধনদৌলত প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
তিনি বলেন, জ্বালানি তেল আমদানিতে করের বিষয়ে আমাদের কতিপয় অ্যাডভান্টেজ দেওয়া হয়েছে। সেই সুবিধার কারণে আমরা চিন্তা করছি তেলের দর সমন্বয় করতে পারব।



এর আগে রোববার (২৮ আগস্ট) রাতে জাতীয় বোর্ড চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিমের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে হয়, ডিজেলের দর নিয়ন্ত্রণে ধরনের আগাম কর মওকুফ করা হয়েছে। একসাথে আমদানি শুল্ক ১০ শতাংশ হতে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

জ্বালানি তেলের দাম ৫ টাকা কমানোর সিদ্ধান্ত